শেষ দিনে এসে পৌঁছেছে ২০২০। বছরটা গোটা বিশ্বের জন্যই নিঃসন্দেহে চ্যালেঞ্জিং ছিল। এই অভিশ্বপ্ত বছরকে বিদায় জানিয়ে ২০২১ সালকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে মানুষ। বিধি মেনেই বিশ্বজুড়ে মানুষ নববর্ষ উদযাপনের জন্য প্রস্তুত। সাধারণত ১০, ৯, ৮... করে কাউন্টডাউন আর শেষে পটকা ফাটিয়ে, হ্যাপি নিউ ইয়ার বলে নতুন বছরকে স্বাগত জানাতে দেখা যায়। তবে এর বাইরেও বিশ্বজুড়ে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য রয়েছে অদ্ভূত সব প্রথা। ২০২০-র শেষ দিনে জেনে নেওয়া যাক এরকমই কয়েকটি আজব রীতি -