স্বাধীনতা দিবসে বিশ্ব জয় ভারতের, নিউইয়র্কের টাইমস স্কোয়ারের পাশাপাশি নায়াগ্রা ফলসেও এবার উড়বে তেরঙ্গা

৭৪তম স্বাধীনতা দিবস পালনে এবারও গোটা দেশে সাজ সাজ রব। তবে করোনা মহামারীর আবহে একসঙ্গে সমবেত ভাবে জমায়েত করে  কোনও অনুষ্ঠান করার সুযোগ নেই। স্কুল, কলেজ বন্ধ। ফলে ছাত্র-ছাত্রীরাও এবার স্বাধীনতা দিবসে ঘরবন্দি। বেশিরভাগ ক্ষেত্রেই এবার স্বাধীনতা দিবসের উদযাপন হবে ভার্চুয়াল। অর্থাত্, মোবাইলের স্ক্রিন-এ চোখ রেখেই দেশের প্রতি শ্রদ্ধা জানাতে হবে দেশবাসীকে। সরাসরি তেরঙার নিচে এবার দাঁড়ানোর সম্ভাবনা কম। তবে এর মধ্যেই ভাল খবর রয়েছে দেশবাসীর কাছে। এই প্রথমবার পৃথিবী বিখ্যাত নায়াগ্রা জলপ্রপাতের সামনে উড়বে ভারতের জাতীয় পতাকা ।

Asianet News Bangla | Published : Aug 14, 2020 5:34 PM
19
স্বাধীনতা দিবসে বিশ্ব জয় ভারতের, নিউইয়র্কের টাইমস স্কোয়ারের পাশাপাশি নায়াগ্রা ফলসেও এবার উড়বে তেরঙ্গা

নিউইয়র্কের ঐতিহাসিক টাইমস স্কোয়্যারে উড়বে ভারতীয় পতাকা । তা আগে ঠিক ছিল। এবার আরও এক গৌরবের মুহুর্ত ভারতীয়দের জন্য। এই প্রথমবার ভারতের স্বাধীনতা দিবসে নায়াগ্রা ফলসের  সামনেও উড়বে ভারতের জাতীয় পতাকা।
 

29

এই প্রথমবার নায়াগ্রা ফলস-এর সামনে উড়বে তেরঙ্গা। শনিবার  ওই জলপ্রপাতের সামনে তেরঙ্গা উত্তোলন করা হবে বলে জানিয়েছে কানাডার ভারতীয় দূতাবাস। 

39

টরন্টোর ভারতীয় কনসোল জেনারেল অপূর্ব আগরওয়াল জানিয়েছেন, কানাডার আরও দুটি বিখ্যাত জায়গায় স্বাধীনতা দিবসে তেরঙ্গা উড়বে। টরন্টোর সিটি হলের সামনে থ্রিডি সাইন টরন্টো লেখাটি কাল গেরুয়া, সাদা, সবুজের হবে। এছাড়া টরন্টোর ৫৫২ মিটার উঁচু সিএন টাওয়ারে শনিবার ভারতীয় পতাকা উড়বে। 
 

49

কানাডায় বসবাসকারী ভারতীয়রা প্রতি বছর স্বাধীনতা দিবস ধুমধাম করে পালন করেন। তবে এবার সেই সুযোগ নেই। তাই এবারে কানাডায় বসবাসকারী ভারতীয়রা স্বাধীনতা দিবস উদযাপন করবেন ভার্চুয়াল প্রোগ্রাম-এর মাধ্যমে। 

59

ওটাওয়ায় ভারতীয় হাই কমিশনে পতাকা উত্তোলনের লাইভ স্ট্রিমিং হবে। এছাড়া টরন্টো ও ভ্যানকুভারের কনসুলেটে তেরঙ্গা  উত্তোলনের মুহূর্তও দেখা যাবে ভার্চুয়ালি। 

69

তবে প্রতিবারের মতো এবারও কানাডার ভারতীয়রা ফুড ফেস্টিভাল-এর আয়োজন করেছেন। সেখানে সেলেব্রিটি শেফরা বিভিন্ন সুস্বাদু ভারতীয় পদ তৈরি করবেন। এবার অবশ্য সেইসব খাবার এবার চেখে দেখার সুযোগ নেই। কারণ অনুষ্ঠানের সম্প্রচার হবে লাইভে। সশরীরে কেউ থাকতে পারবেন না।    

79

এদিকে নিউইয়র্কের টাইমস স্কোয়ারেও এবার ঝলমল করে উঠবে তেরঙ্গা। আমেরিকার নিউইয়র্কের এই প্রসিদ্ধ স্থানে পালিত হবে ভারতের ৭৪ তম  স্বাধীনতা দিবস। এইবারই প্রথম উত্তোলিত হবে তেরঙ্গা।

89

উদ্যোগে নিয়েছে  দ্য ফেডারেশন অফ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনস।  স্বাধীনতাত্তোর ভারতের ইতিহাসে এই প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্টের তিনটি প্রদেশ  নিউইয়র্ক, নিউজার্সি ও কানেক্টিকাটের ভারতীয় বংশোদ্ভুতদের ইচ্ছেতেই এই ঘটনার সাক্ষী হতে চলেছে সারা বিশ্ব।

99


 পাশাপাশি ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে আমেরিকার বিখ্যাত এম্পায়র স্টেট বিল্ডিংও সেজে উঠছে গেরুয়া, সাদা, সবুজ আলোক মালায়। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos