ঘোষণা হয়ে গিয়েছে ২০১৯ সালের নোবেল প্রাপকদের নাম। ১৯০১ সাল থেকে দেওয়া হচ্ছে এই সম্মান। অনন্যসাধারণ গবেষণা ও উদ্ধাবন এবং মনবকল্যাণমূলক কাজের জন্য প্রদান করা হয় এই পুরস্কার। মোট ৬টি বিষয়ে প্রদান করা হয় নোবেল। যারমধ্যে রয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ণ, চিকিৎসাশাস্ত্র, অর্থনীতি, সাহিত্য এবং শান্তি। নোবেল পুরস্কাপরকে বিশ্বের সবচেয়ে সম্মানজনক পদক হিসাবে বিবেচনা করা হয়। এবছর অর্থনীতিতে নোবেল জিতে বাঙালিকে গর্বিত করেছেন কলকাতায় বেড়ে ওঠা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। চলুন দেখে নেওয়া যাক তাঁর সঙ্গে আর কারা ভূষতি হতে চলেছেল এই সম্মানে।