এশিয়া এবং ইউরোপের বুকে যদি রাশিয়ার ব্যপ্তিকে একপাশে সরিয়ে রাখা যায়, তাহলে ইউরোপের সবচেয়ে বড় দেশ ইউক্রেন। ইউরোপ মহাদেশে ইউক্রেনের মোট আয়তন ৬০৩.৫৫ স্কোয়ার কিলোমিটার। ইউরোপের বুকে সবচেয়ে বড় দেশ হলেও এর লোকসংখ্যা বিশাল কিছু নয়। এই দেশে মাত্র ৪ কোটি ৬০ লক্ষ মানুষের বাস। যা ফ্রান্স ও জার্মানির জনসংখ্যার থেকেও কম।