তালিবান সরকারে রাজনৈতিক প্রধান দেশ সামলানোর দায়িত্ব পেলেও, তার হাতে নীতি গ্রহণের কোনও ক্ষমতা থাকবে না। তাকে নির্ভর করতে হবে শুরা অর্থাৎ ধর্মীয় পরিষদের সিদ্ধান্তের উপরে। হেরাত সমাবেশের অন্যতম আয়োজক, আফগান নারী ফ্রিবা কাবরজানি বলেছিলেন, তারা মন্ত্রিসভা ও শুরা কমিটিতে মহিলাদের উপস্থিতির দাবি জানাচ্ছেন। নতুন সরকারে মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণ চাইছেন তারা।