প্রত্যেক মুহূর্তে তাদের মৃত্যুর ঝুঁকি রয়েছে। অপহরণ হতে পারে, ঘটে যেতে পারে আরও ভয়ঙ্কর কিছু। কিন্তু, তারপরেও আফগান মহিলারা যেন একটাই মন্ত্র জানেন, 'মরার আগে মরব না ভাই মরব না'। তালিবান নেতৃত্ব যখন নতুন সরকার গঠন নিয়ে শেষ মুহূর্তের কাজ সারছে, সেই সময়ই শুক্রবার রাজধানী কাবুলে নতুন সরকারে মহিলাদের সমান অধিকার এবং রাজনৈতিক অংশগ্রহণের দাবি জানিয়ে সমাবেশ করল আফগান মহিলা অধিকার কর্মীদের একটি দল, তালিবানি বন্দুকের সামনেই।