ব্রিটিশ গোয়েন্দা সূত্র উদ্ধদৃত করে দ্য সান-ের প্রতিবেদনে বলা হয়েছে, তালিবানরা প্রকাশ্যে পর্নোগ্রাফির তীব্র নিন্দা করলেও, বর্তমানে তারা মন দিয়ে অশ্লীল ওয়েবসাইটগুলিই দেখছে। খুঁজে খুঁজে সবচেয়ে অশ্লীল, সবথেকে গোপন, গভীরভাবে লুকানো প্রাপ্তবয়স্ক সাইটগুলিতেই তারা ঢুকছে। আর েকেবারে আগাপাছতলা তন্য তন্য করে খুজছে আফগান পর্ন।