১৫ আগস্ট ৭৪তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত, জেনে নিন আর কোন কোন দেশ এদিন পেয়েছিল স্বাধীনতার স্বাদ

১৫ অগাস্ট প্রত্যেক ভারতবাসীর এক বিশেষ দিন। ভারতের স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের এই দিনেই প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের অবসান ঘটেছিল এদেশে। ১৫ অগাস্ট যেমন ভারতের স্বাধীনতা দিবস, ঠিক সেইরকমই বিশ্বের আরও কয়েকটি দেশও এই দিনেই স্বাধীনতা দিবস পালন করে থাকে।

Asianet News Bangla | Published : Aug 14, 2020 11:06 AM IST
16
১৫ আগস্ট ৭৪তম স্বাধীনতা দিবস পালন করছে ভারত, জেনে নিন আর কোন কোন দেশ এদিন পেয়েছিল স্বাধীনতার স্বাদ


পৃথিবীর মোট  ২০৩ টি দেশের মধ্যে ভারত ছাড়াও আরও ৫ টি এমন দেশ রয়েছে যেগুলিতে ১৫ আগস্ট উদযাপন করা হয় স্বাধীনতা দিবস। 

26

উত্তর কোরিয়াও দক্ষিণ কোরিয়া - ১৯৪৫ সালের ১৫ আগস্ট ৩৫ বছরের জাপানি উপনিবেশকতা কাটিয়ে কোরিয়া স্বাধীনতা লাভ করে। যদিও বর্তমানে কোরিয়া উত্তর ও দক্ষিণ দুটি আলাদা  রাষ্ট্রে পরিণত হয়েছে। তা সত্ত্বেও প্রতি বছর ১৫ই আগস্ট দিনটি দুটি দেশেরই বিশেষ ছুটির দিন। আর তাই বলাই বাহুল্য দুই কোরিয়ার স্বাধীনতা দিবস একই দিনে, আর তা হল ১৫ই আগস্ট।
 

36

উত্তর কোরিয়াও দক্ষিণ কোরিয়া - ১৯৪৫ সালের ১৫ আগস্ট ৩৫ বছরের জাপানি উপনিবেশকতা কাটিয়ে কোরিয়া স্বাধীনতা লাভ করে। যদিও বর্তমানে কোরিয়া উত্তর ও দক্ষিণ দুটি আলাদা  রাষ্ট্রে পরিণত হয়েছে। তা সত্ত্বেও প্রতি বছর ১৫ই আগস্ট দিনটি দুটি দেশেরই বিশেষ ছুটির দিন। আর তাই বলাই বাহুল্য দুই কোরিয়ার স্বাধীনতা দিবস একই দিনে, আর তা হল ১৫ই আগস্ট।
 

46

রিপাবলিক অফ কঙ্গো - রিপাবলিক অফ কঙ্গো আফ্রিকা মহাদেশের মধ্যভাগে অবস্থিত। এই দেশটি স্বাধীনতা লাভের পূর্বে ফ্রান্সের উপনিবেশ ছিল। ১৯৬০ সালের ১৫ই আগস্ট দেশটি স্বাধীনতা লাভ করে। রিপাবলিক অফ কঙ্গো ৮০ বছর ধরে ফ্রান্সের উপনিবেশে ছিল। রিপাবলিক অফ কঙ্গোর রাজধানী হল ব্রাজাভিল্লি। বর্তমানে দেশের জনসংখ্যা প্রায় ৫২ লক্ষ।

56

বাহারিন- বাহারিন হলো দিলমুন সভ্যতার অন্যতম প্রাচীন নিদর্শন কেন্দ্র। দেশটি ১৯৭১ সালের ১৫ই আগস্ট ইংরেজদের কাছ থেকে লাভ করে স্বাধীনতা। এই দেশের বেশিরভাগ বাসিন্দা ইসলাম ধর্মাবলম্বী। দেশের জনসংখ্যা বর্তমানে প্রায় ১৫ লক্ষ। এই দেশকে মুক্তোর দেশ বলেও ডাকা হয়। বাহারিনের রাজধানী শহর হল মানামা। ব্রিটিশদের আগে পর্তুগাল ও আরবের উপনিবেশ ছিল বাহারিনে।

66

লিচটেনস্টাইন - বিশ্বের ষষ্ঠ ক্ষুদ্রতম দেশ লিচটেনস্টাইন। ১৮৬৬ সালের ১৫ই আগস্ট জার্মানির কাছ থেকে মধ্য ইউরোপের এই দেশটি স্বাধীনতা লাভ করে। দেশটির পশ্চিম ও দক্ষিণ সীমান্তে সুইজারল্যান্ড এবং উত্তর ও পূর্ব সীমান্তে রয়েছে অস্ট্রিয়া। দেশটির আয়তন মাত্র ১৬০ বর্গ কিমি আর জনসংখ্যা ৪০,০০০ এর কাছাকাছি। এই দেশের রাজধানী হল ভাদুজ। এদিন লিচটেনস্টাইনের রাজপরিবারের সঙ্গে খানাপিনার উত্সবে মেতে ওঠে দেশের আমজনতা।

Share this Photo Gallery
click me!

Latest Videos