এশিয়ানের প্রতিনিধির সঙ্গে কথা বলার সময় রাষ্ট্রদূত সেন্ডার্স জানিয়েছেন, উন্নয়নশীল দেশ হিসেবে ভারত ক্যারিবিয়ান দেশগুলির পাশে দাঁড়িয়েছিল। উন্নত দেশগুলির মতই ছিল ভারতের প্রদর্শন। বিশ্বের যে জনসংখ্যার ৬০ শতাংশই টিকা পেয়েছে তার মধ্যে ১৫ শতাংশই ভারতের টিকা পেয়েছে। এটি প্রমান করে করে ভারত আন্তরিকভাবে টিকা প্রদানের ওপর জোর দিয়েছে। তিনি আরও বলেছেন ভারত ভ্যাকসিন পৌঁছে দেওয়ার জন্য এখনও পর্যন্ত কোনও শর্ত আরোপ করেনি। প্রস্তাবে প্রতিশেধক উৎপাদনকারী দেশগুলিকে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বিতরনে জোর দিতে বলা হয়েছে। একই সঙ্গে কম টাকায় দ্রুততার সঙ্গে প্রতিষেধক সরবরাহের ওপরেও জোর দেওয়া হয়েছে।
The 14 CARICOM States also included India's name in its resolution for generously supplying beneficial quantities of the vaccines to several Caribbean countries.