চিনে উইঘুর মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের জন্য বন্দি শিবির তৈরির অভিযোগ দীর্ঘ দিনের। তবে, চিন সরকার বরাবর দাবি করেছে সেগুলি বন্দি শিবির নয়, বরং শিক্ষাকেন্দ্র। তারা আরও বলেছে বর্তমানে আর এই ধরণের শিক্ষাকেন্দ্র তকা তৈরি করে না। কিন্তু, এক অস্ট্রেলিয়ান থিংক ট্যাঙ্ক-এর সাম্প্রতিক গবেষণায় ফের বেজিং মুখের কথা এবং কাজে আকাশ-পাতাল ফারাক ধরা পড়ে গিয়েছে।