সারা পৃথিবীতেই কুকুরকে বলা হয় মানুষের খুব কাছের বন্ধু। ব্যতিক্রম চিন। সেখানেও বহু মানুষ কুকুরকে পোষ্য হিসাবে দেখলেও, চিনের অনেক অংশেই এতদিন কুকুর ও বিড়ালকে গরু-ছাগল-মুরগির মতোই প্রাণীসম্পদ হিসাবে ধরা হত। অর্থাৎ, কুকুর-বিড়ালের মাংস বাণিজ্যযোগ্য ছিল। খাওয়া হত সেই মাংস। ভারতের নাগাল্যান্ডেও এই প্রথা একসময় ছিল, কয়েক বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছে।