বিশ্বে ক্রমান্বয়ে বেড়েই চলেছে করোনাভাইরাসের দাপট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ মতো বারবার হাত ধুয়ে, বিভিন্ন তল স্যানিটাইজ করেও মিলছে না প্রত্যাশিত ফল। রেস্তোরাঁ, অফিস, বাজার, কাফে - বিভিন্ন জায়গায় সংক্রামিত হচ্ছেন মানুষ। আর ক্রমেই সন্দেহটা দানা বাঁধছে, তাহলে কি বাতাসের মাধ্যমেও ছড়াচ্ছে করোনাভাইরাস। বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা হু অবশ্য এই বিষয়টি বরাবর অস্বীকার করেছে। কিন্তু এবার তাদের পড়তে হল ২৩৯ জন বিজ্ঞানীর কড়া চ্যালেঞ্জের মুখে।