গবেষণাগারে অবশ্য বাতাস থেকে তৈরি হয়নি ভাইরাস
এর আগে বহু বিজ্ঞানী হাসপাতালের করোনা ওয়ার্ড থেকে বাতাসের নমুনা নিয়ে তার থেকে গবেষণাগারে নতুন করোনাভাইরাসটি তৈরি করার চেষ্টা করেছেন। কিন্তু, সাফল্য আসেনি। তবে বাতাসের মাধ্যমে ভাইরাসটি ছড়ায়, এই তত্ত্বের দাবিদাররা বলছেন, হাসপাতালের বায়ু চলাচল ব্যবস্থা ভালো থাকে। তাই সেখানকার বাতাসে বেশি পরিমাণ ভাইরাস জড়ো হতে পারে না। কিন্তু, অফিস-রেস্তোরাঁর মতো আবদ্ধ জায়গায়, যেখানে বায়ু চলাচল ব্যবস্তা খুব ভালো নয়, সেখানকার বাতাসে ভাইরাসটি জমা হতে হতে সংক্রমণ ঘটানোর মতো জায়গায় চলে যায়।