আফগানিস্তানে তালিবানদের দুর্গম গতির বিরুদ্ধে েতদিন েকমাত্র মাথা উচু করে দাড়িয়েছিল পঞ্জশির উপত্যকা। সোমবার সকালে সেই শেষ তালিবানবিরোধী দূর্গেরও পতন ঘটেছে। তালিবানরা পঞ্জশির উপত্যকা দখলের দাবি করেছে। ই প্রথম তালিবানদের হাতে গেল ই উপত্যকার দখল। তবে পাকিস্তান না থাকলে ববা বলা ভাল পাকিস্তানি সেনার ভরপুর সমর্থন না থাকলে রঞ্জশির উপত্যকা দখল সম্ভব হত না তালিবানদের পক্ষে, েমনটাই বলছেন আফগানিস্তান বিশেষজ্ঞরা। বস্তুত রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত তালিবানদের পিছনে পাকিস্তানের উন্মুক্ত সমর্থন দেখা গিয়েছে পঞ্জশিরে। তাই ই জয়কে তালিবানদের জয় না বলে পাকিস্তানেরক জয় বলাটাই ঠিক হবে বলছেন তারা।