করোনাভাইরাস মহামারির (Coronavirus Pandemic) মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়া রুখতে কঠোর সরকারি বিধিনিষেধ ছিল। তারমধ্যেই মঙ্গলবার গোটা দক্ষিণ-পূর্ব এশিয়া জুড়ে উদাযাপিত হল থাইপুসম (Thaipusam)। এই হিন্দু উত্সব প্রধানত তামিল (Tamil) ভাষাভাষীর মানুষদের। এই উত্সব হয় ভগবান মুরুগান'কে (Lord Murugan) কেন্দ্র করে হয়। এই বছরও উৎসব হল, তবে কোভিড-১৯ (COVID-19) বিধিনিষেধের জেরে অনেকটাই রঙ হারালো এই উৎসব।