স্বচ্ছ কাঁচের মতো শরীর, সমুদ্রের গভীরে ক্যামেরায় ধরা পড়ল বিস্ময়কর গ্লাস অক্টোপাস, দেখুন বিরল ছবি

সমুদ্রের গভীরের রহস্য আজও অধরা বিজ্ঞানীদের কাছে। তাই মাঝে মধ্যে যখন বিরল দৃশ্য ধরা পড়ে, তা বিশ্বকে মুগ্ধ করে বইকী। এবার ক্যামেরায় দেখা মিলল বিরল প্রজাতির গ্লাস অক্টোপাসের। স্বচ্ছ স্ফটিকের মত চামড়া বিশিষ্ট এই অক্টোপাস মুগ্ধ করেছে বিজ্ঞানীদের।

Parna Sengupta | Published : Jul 12, 2021 11:08 AM IST
14
স্বচ্ছ কাঁচের মতো শরীর, সমুদ্রের গভীরে ক্যামেরায় ধরা পড়ল বিস্ময়কর গ্লাস অক্টোপাস, দেখুন বিরল ছবি

স্বচ্ছ কাঁচের মতো শরীর বিশিষ্ট অক্টোপাসের প্রজাতি অত্যন্ত বিরল। দিন কয়েক আগেই Schmidt Ocean Institute's নিজেদের ইনস্টাগ্রাম পেজে বিরল এই অক্টোপাসের একটি ভিডিও শেয়ার করে। তারপরেই তা ভাইরাল হয়ে যায়।

24

সমুদ্রবিজ্ঞানীদের ক্যামেরায় ধরা পড়েছে এই অক্টোপাসের ছবি। এর শরীর এতটাই স্বচ্ছ যে অপর প্রান্তের জলও দেখা যাচ্ছে অক্টোপাসটির শরীর ভেদ করে। ইতিমধ্যেই কয়েক হাজার বার শেয়ার হয়েছে অক্টোপাসটির ভিডিও। 

34

মধ্য প্রশান্ত মহাসাগরের তলদেশে যে গ্লাস অক্টোপাসের ছবি ক্যামেরায় ধরা পড়েছে, তার ভিডিও শেয়ার করে নেটিজেনরা লিখেছেন অসাধারণ এক প্রাণী। এরা সাঁতার কেটে দ্রুত সরে যায় এক জায়গা থেকে আরেক জায়গায়। তাই এই ভিডিওটিও বিরল। 

44


বিজ্ঞানীদের দাবি বিরল এই গ্লাস অক্টোপাসের শরীরে স্নায়ুতন্ত্র, চোখের মণি সহ কিছু জিনিস স্পষ্ট দেখা যাচ্ছে। এরা সমুদ্রের অনেকটা গভীরে থাকে, তাই সহজে এদের দেখা যায় না।

Share this Photo Gallery
click me!

Latest Videos