পৃথিবীর বুকে আছড়ে পড়তে চলেছে গত চার বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ও বৃহৎ আকারের সৌর ঝড়। পৃথিবীর দিকে এটি ধেয়ে আসছে ১.৬ মিলিয়ন কিলোমিটার গতিতে। রবিবারই এটি পৃথিবীতে আছড়ে পড়তে পারে। তবে নাসার বিজ্ঞানীরা বলছেন সোমবারও এটি গতি কমিয়ে আছড়ে পড়তে পারে পৃথিবীর বুকে। স্পেসওয়্যার ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে উত্তর বা দক্ষিণাঞ্চলীয় অক্ষাংশে থাকা বাসিন্দারা রাতের আকাশে দুর্দান্ত আলোর খেলা দেখতে পারেন।