সার্ভেতে ৪৫টি দেশকে তিন ভাগে ভাগ করা হয়েছে৷ একটি হল, অন ট্র্যাক অর্থাত্ সব কিছু স্বাভাবিক, দুই হল ওয়ার্নিং সাইনস বা সতর্কতার লক্ষণ ও তিন নম্বরটি হল ডেঞ্জার জোন বা দ্বিতীয় ঢেউয়ের ঝুঁকি প্রবল৷ ভারত পড়ছে ওই বিপজ্জনক জোনে৷ ভারতের সঙ্গে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত আয়ের জনসংখ্যার দেশগুলির মধ্যে এই জোনে রয়েছে ইন্দোনেশিয়া, চিলি, পাকিস্তানের মতো দেশগুলি৷ এই গোষ্ঠীতে উন্নত অর্থনীতির দেশগুলির মধ্যে রয়েছে সুইডেন, সিঙ্গাপুর, দক্ষিণ আফ্রিকা ও কানাডা৷