শি জিনপিং ২০১২ সালে চিনের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি দেশটির কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক। জিনপিং ক্ষমতায় আসার পর কর্তৃত্ববাদের আরও আগ নতুন যুগের সূচনা হয় চিনে। পরাক্রমশালী দেশ হিসেবে বিশ্বের কাছে চিনের অবস্থান পাকাপোক্ত করতে জিনপিং একের পর এক পরিকল্পনা সাজিয়ে চলেছেন। পাশাপাশি দেশে ভিন্নমতাবলম্বীদের কন্ঠ রুদ্ধ করার দুর্নামও রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে ব্যক্তিগত জীবনে পরাক্রমশালী লৌহমানব জিনপিং নাকি একেবারেই অন্তর্মুখী প্রকৃতির। চিনের রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, জিনপিংয়ের কমিউনিস্ট পার্টির শীর্ষে উঠে আসার পিছনে অন্যতম কারণ নাকি তাঁর স্ত্রী।