২০১৭ সালে সিকিম সীমান্তে ডোকলামে ভারত ও চিনের সঙ্গে উত্তাপ বৃদ্ধি পেয়েছিল। তবে সেখানে চিনাদের তুলনায় কিছুটা হলেও এগিয়ে ছিল ভারত। টানা ৭৩ দিন দুই দেশের সেনা একেঅপরের দিকে তাক করে বসেছিলন। কিন্তু ডোকলাম পরবর্তীকালে চিন ভারতের থেকে এগিয়ে থাকার জন্য বায়ু সেনার দিকে আরও জোর দিয়েছে। একটি রিপোর্টে বলা হয়েছে গত তিন বছরে চিন এয়ার বেস, এয়ার ডিফেন্সে আর হেলিকপ্টারের সংখ্যা প্রায় দ্বিগুণ করে নিয়েছে। মে মাসে লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উত্তাপ বৃদ্ধি পাওয়ার পরই চিন এই এলাকায় চারটি হেলিপোর্ট তৈরি করেছে চিন।