ভারত ও নেপালের দীর্ঘদিনের সুসম্পর্ক এই মুহূর্তে নষ্টের মুখে। এর আগেই কালাপানি-সহ তিনটি বিরতর্কিত এলাকা জুড়ে সরকারি মানচিত্র প্রকাশ করেছিল কে পি শর্মা ওলি সরকার। তাই নিয়ে দিল্লি ও কাঠমান্ডুর মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে। তারমধ্যেই এবার রাম-কে 'নেপালি' বলে দাবি করে অযোধ্যার দাবি তুললেন নেপালি প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি।