তবে এখানেই শেষ নয়, অযোধ্যা, অর্থাৎ যেখানে রামের জন্ম বলে বর্ণনা করা হয়েছে বাল্মীকি রামায়নে, সেই অযোধ্যাও উত্তরপ্রদেশে নয়, নেপালেই অবসস্থিত বলে দাবি করেছেন কে পি শর্মা ওলি। তিনি বলেন, ভারতের দাবি অনুযায়ী উত্তরপ্রদেশের অযোধ্যা থেকে নেপালের জনকপুরে সীতাকে বিয়ে করতে এসেছিলেন রাম। কিন্তু উত্তরপ্রদেশের মানুষ কীভাবে একদূরে বিয়ে করতে এসেছিল? সেই সময় তো ফোন ছিল না তারা কীভাবে যোগাযোগ করত - বলে ব্যঙ্গও করেছেন তিনি। এরপরই তিনি বলেছেন, সেই সময়ে শুধুমাত্র নিকটবর্তী রাজ্যগুলির মধ্য়েই এই ধরণের বিবাহ হত। বিয়ে করার জন্য কেউ এতদূর ভ্রমণ করতেন না।