করোনাভাইরাসের সংক্রমিত রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা ভুলভাবে চালিত হলে ডেকে আনতে পারে ভয়ঙ্কর বিপদ। যা করোনা আক্রান্ত হওয়ার ঝুঁকির থেকেও বেশি বলে দাবি করেছেন একদল চিকিৎসক। মার্কিন যুক্তরাষ্ট্রে ইয়েল বিশ্ববিদ্যালয়ের গবেষণার সঙ্গে যুক্ত চিকিৎসকরা ১১৩ জন আক্রান্তকে নিয়ে সমীক্ষা করেছিলেন। তাঁদের হাসপাতালে ভর্তি হওয়া থেরে মৃত্যু পর্যন্ত একাধিক বিষয় পর্যবেক্ষণ করে রোগ প্রতিরোধ ব্যবস্থার বিষয় প্রতিক্রিয়া বিশ্লেষণ করেছেন। নেচার প্রত্রিকায় ছাপা হয়েছে তাঁদের গবেষণা পত্রটি।