চিনা বাদুড় থেকে সাবধান। একজল আন্তর্জাতিক গবেষকদের একটি নতুন গবেষণা অন্তত তাই বলছে। তারা আবিষ্কার করেছেন, সার্স-কোভ-২, অর্থাৎ কোভিড-১৯ মহামারি হয়েছে যে ভাইরাসটি থেকে সেই নতুন করোনাভাইরাসটি গত কয়েক দশক ধরেই বাদুড়ের দেহে ঘোরাফেরা করছে। তার থেকেও উদ্বেগের তথ্য হল, তাদের গবেষণা বলছে, মানব জগতে মহামারি সৃষ্টি করতে পারে এইরকম অন্যান্য ভাইরাস বেশ কিছু ভাইরাস বয়ে বেড়াচ্ছে বাদুড়েরা।