গত জুন মাসে লাদাখ নিয়ে বেজিংয়ের সঙ্গে সীমান্ত উত্তেজনা চলার সময় চিনের ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করে ভারত সরকার। দুই দেসের মধ্যে পরিস্থিতি এখন কিছুটা স্বাভাবিক হলেও চিনের প্রতি ডিজিট্যাল প্রঘ্যাত বন্ধ করেনি ভারত। তাই চলতি সপ্তাহেই নতুন করে চিনের আরও ৪৭টি অ্যাপ ব্যান করেছে ভারত। যার মধ্যে রয়েছে টিক টক, উই চ্যাট সহ একাধিক জনপ্রিয় অ্যাপ। দেশের একের পর এক অ্যাপ নিষিদ্ধ হওয়ার ঘটনায় এবার তাই নখ, দাঁত বাড় করতে শুরু করেছে চিন রীতিমতো হুমকির সুরে নয়াদিল্লিতে চিনা দূতাবাস বলছে, ভুল শুধরে নিক ভারত।