ইউক্রেন সীমান্তে সাঁজোয়া, হামলার হুমকি জিইয়ে রেখেই আলোচনা চাইছে রাশিয়া

পারদ সমানে চড়ছে। একদিকে ইউক্রেন সীমান্তে (Ukraine Border) ভারী সাঁজোয়ার আনাগোনা, অন্যদিকে, বিশ্ব রাজনীতি মঞ্চে রাশিয়ার কূটনীতির খেলা (-Russia Opens Door To Diplomacy) শুরু। সব মিলিয়ে কূটনৈতিক রেজোলিউশনের দরজা রাশিয়া খুললেও, তাতে লাভ বিশেষ হয়নি। এরই মধ্যে, ভারতীয় পড়ুয়াদের জন্য অবিলম্বে সেই দেশ ছাড়ার উপদেশ দেওয়া হয়েছে। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্র (USA), ব্রিটেন (Britain) এবং অস্ট্রেলিয়াও (Australia) তাদের নাগরিকদের অবিলম্বে ইউক্রেন ছাড়ার নির্দেশ দিয়েছিল। ইউক্রেনের সীমান্তের (Troops Near Ukraine) আশেপাশে রাশিয়ান জেট (Russian Jets) মোতায়েনের নতুন স্যাটেলাইট চিত্র উদ্বেগ বাড়াচ্ছে। দেখা গিয়েছে গত ৪৮ ঘন্টায় সামরিক তৎপরতা বেড়েছে ইউক্রেন সীমান্তে। 

Parna Sengupta | Published : Feb 15, 2022 2:15 PM
110
ইউক্রেন সীমান্তে সাঁজোয়া, হামলার হুমকি জিইয়ে রেখেই আলোচনা চাইছে রাশিয়া

ইউক্রেনের সীমান্তের (Troops Near Ukraine) আশেপাশে রাশিয়ান জেট (Russian Jets) মোতায়েনের নতুন স্যাটেলাইট চিত্র উদ্বেগ বাড়াচ্ছে। দেখা গিয়েছে গত ৪৮ ঘন্টায় সামরিক তৎপরতা বেড়েছে ইউক্রেন সীমান্তে। 

210

রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে চলেছে এমন আশঙ্কার মধ্যেই এই বিশাল পরিবর্তন এসেছে দুই দেশের সীমান্তে। গত ৪৮ ঘন্টায় তোলা ম্যাক্সারের উচ্চ-রেজোলিউশন স্যাটেলাইট চিত্রগুলি (Maxar's high-resolution satellite images) বেলারুশ, ক্রিমিয়া এবং পশ্চিম রাশিয়ায় রাশিয়ান সৈন্যদের একটি বিশাল মোতায়েনের প্রমাণ দিচ্ছে। 

310

উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে বেশ কয়েকটি বড় সেনা কনভয় সীমান্তে জড়ো হয়েছে। সেই সঙ্গে ফাইটার জেট ও হেলিকপ্টারও প্রচুর পরিমাণে জড়ো করা হয়েছে।

410

ছবিগুলোর সামনের অবস্থানে গ্রাউন্ড অ্যাটাক এয়ারক্রাফট এবং ফাইটার-বোমা জেট মোতায়েনও দেখায়। একাধিক স্থল বাহিনী ইউনিটকেও কনভয়ে দেখা গিয়েছে। ১০ই ফেব্রুয়ারি ক্রিমিয়ার ওকটিয়াব্রস্কয় এয়ারফিল্ডে প্রচুর সংখ্যক সেনা এবং যুদ্ধের সরঞ্জাম দেখা গেছে। 

510

গত শনিবার ইউক্রেন ইস্যুতে সর্বশেষ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে এক ঘন্টারও বেশি সময় ধরে ফোনালাপও ব্যর্থ হয়েছে। 

610

হোয়াইট হাউসের (White House) জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন ইউক্রেনের পাশে এক লক্ষেরও বেশি রুশ সেনা মোতায়েন রয়েছে। রাশিয়া যেকোনও সময়ই ইউক্রেনে হামলা চালাতে পারে। 

710

হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে যে কোনও মুহূর্তে হামলা চালাতে পারে রাশিয়া। যুদ্ধের আশঙ্কায় এখন পর্যন্ত ১০টির বেশি দেশ তাদের নাগরিককে ইউক্রেন ত্যাগের পরামর্শ দিয়েছে।

810

রাশিয়ান নৌবাহিনী ও সৈন্যরা ইতিমধ্যেই ইউক্রেনকে দক্ষিণ পূর্ব ও উত্তর দিক থেকে সম্পূর্ণরূপে ঘিরে ধরে রেখেছে। রাশিয়া প্রকাশ্যেই জানিয়েছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কখনই ন্যাটোকে প্রবেশ করতে দেবে না। 

 

910

অন্যদিকে পুতিনকে পূর্ব ইউরোপ থেকে বিচ্ছিন্ন রাখতে চাইছে আমেরিকা। বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেন-রাশিয়ার মধ্যে সংঘাত হলে প্রথমত পূর্ব ইউরোপে শক্তির ভারসাম্য নষ্ট হবে। 

1010

পশ্চিমা শক্তিগুলো নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়াকে শাস্তি দেওয়ার চেষ্টা করতে পারে। এতে রাশিয়ার রপ্তানি কমে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। আবার পাল্টা ব্যবস্থা হিসেবে রাশিয়া তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানি বন্ধ করে দিতে পারে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos