জানা গিয়েছে, রুশ শাসন নিয়ে দ্বন্দ্ব নয়, বরং অর্থ নিয়ে ঝগরার জেরেই একটি হোটেলের ঘরে ভেডলারকে শ্বাসরোধ করে হত্যা করেছিল দিমিত্রি। তারপর, সেই ঘরেই মৃতদেহটি লুকিয়ে রেখেছিল। এরপর, সুযোগ বুঝে, দেহটি একটি স্যুটকেসে পুরে, গাড়ির ডিকিতে নিয়েছিল। ৩০০ মাইল গাড়ি চালিয়ে গিয়ে লিপেটস্ক অঞ্চলে দেহটি ফেলে দিয়েছিল। সেখান থেকেই দেহটি পাওয়া গিয়েছে।