রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে (Vladimir Putin) তিনি সোশ্যাল মিডিয়ায় 'সাইকোপ্যাথ' (Psychopath) বা বিকৃতমনস্ক বলেছিলেন। প্রশ্ন ছুঁড়ে দিয়েছিলেন, পুতিন যদি বা রাশিয়ার (Russia) জন্য ভাল কিছু করতে চান, তিনি কি সত্যিই কিছু করতে পারবেন, তাঁর ক্ষমতায় কুলাবে? সেটা ২০২১ সালের জানুয়ারি মাস। আর তার পরপরই নিখোঁজ হয়ে গিয়েছিলেন ২৩ বছর বয়সী রুশ মডেল গ্রেটা ভেডলার (Gretta Vedler)। এক বছর পর তাঁর মৃতদেহ পাওয়া গেল একটি স্যুটকেসে ঠাসা অবস্থায়। তাহলে কি সত্যিই তাঁর বিরোধিতা করার জন্য, তাঁকে সরিয়ে দিয়েছিলেন পুতিন?