পুতিন বলেন, বিশ্বে প্রথমবারের মতো করোনাভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে ভ্যাকসিন আনা হলো। তিনি আরও জানান, তাঁর এক মেয়ের দেহে এই ভ্যাকসিন পরীক্ষা করা হয়েছে। এর পরেই বিশ্বজুড়ে শোরগোল পড়ে। বিভিন্ন দেশ ও হু ভ্যাকসিন নিয়ে সন্দেহ জানায়। অভিযোগ, তাড়াহুড়ো করে ভ্যাকসিন বাজারে আনতে মরিয়া রাশিয়া। তাদের তৈরি স্পুটনিক ভি ভ্যাকসিন এখনও পূর্ণাঙ্গ পরীক্ষা সম্পন্ন করেনি।