জলের তলায় গন্ডোলার শহর ভেনিস, কাঠগড়ায় জলবায়ু পরিবর্তন, দেখুন ভাসমান শহরের পরিস্থিতি

Published : Nov 13, 2019, 06:26 PM ISTUpdated : Nov 13, 2019, 06:34 PM IST

বন্যার কবলে ইতালির ভাসমান শহর ভেনিস। জলে ডুবে গিয়েছে শহরের অধিকাংশ এলাকা। বন্যা পরিস্থিতির সঙ্গে ঝোড়ো হাওয়া বিপাকে ফেলেছে স্থানীয়দের। পর্যটকদের ভোগান্তিও চরমে পৌঁচেছে। বড় জোয়ার আসার কারণে ভেসে গিয়েছে শহরের ৭০ ভাগেরও বেশি এলাকা। বিখ্যাত সেন্ট মার্কস স্কয়ার জলের তলায়। শহরের উঁচু ব্রিজগুলি ছাড়া পুরো ভেনিসই জলের তলায়। ভেনিসের সৌন্দর্যের টানে প্রতিবছরই বহু পর্যটকের আগমণ হয় এই শহরে। জলই এই শহরের সৌন্দর্য। কিন্তু বন্যা হলে যে অবস্থা কতটা খারাপ হয় তা বুঝতে পাচ্ছেন ভেনিসবাসী।  গত ৫০ বছরে এমন অবস্থা হয়নি এই শহরের। এরজন্য সরাসরি আবহাওয়ার পরিবর্তনকেই দায়ি করছেন স্থানীয়রা। 

PREV
18
জলের তলায় গন্ডোলার শহর ভেনিস, কাঠগড়ায় জলবায়ু পরিবর্তন, দেখুন ভাসমান শহরের পরিস্থিতি
বন্যার জলে ডুবেছে ইতালির ভাসমান শহর ভেনিস।
28
গত ৫০ বছরে এমন অবস্থা হয়নি এই শহরের।
38
বন্য়ার জন্য সরাসরি আবহাওয়ার পরিবর্তনকেই দায়ি করছেন আবহবিদরা।
48
বড় জোয়ার আসার কারণে ভেসে গিয়েছে শহরের ৭০ ভাগেরও বেশি এলাকা।
58
বিখ্যাত সেন্ট মার্কস স্কয়ার জলের তলায়।
68
বন্যা পরিস্থিতির সঙ্গে ঝোড়ো হাওয়া বিপাকে ফেলেছে স্থানীয়দের।
78
পর্যটকদের ভোগান্তিও চরমে পৌঁচেছে।
88
জলে ডুবে গিয়েছে শহরের অধিকাংশ এলাকা।
click me!

Recommended Stories