আরেক গুরুত্বপূর্ণ আফগান নিউজ টিভি নেটওয়ার্ক আরিয়ানা নিউজের সাংবাদিক, বাইস হায়াতও দাবি করেছেন, তার সহকর্মী সামি জাহেশ এবং ক্যামেরাম্যান শামিমকে এদিনের সমাবেশের খবর করার সময় তালিবানরা আটক করেছিল। হায়াত টুইট করে জানিয়েছিলেন, দুই ঘণ্টারও বেশি তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তারা কোথায় আছেন, কী অবস্থায় আছেন, কেউ জানে না।