মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা প্রত্যাহার করা শুরু করার মাত্রে এক মাসের মধ্যেই গোটা আফগানিস্তান কবজা করে নিল তালিবানরা। প্রথম দিকে কিছুটা হলেও প্রতিহত করতে পেরেছিল আফগানিস্তানের আশারফ ঘানির সরকার। কিন্তু ক্রমশই আফগান সরকার কোনঠাসা হয়ে পড়ে। গজনি, জালালাবাদ আর একটা সময় তালিবান বিরোধী মাজার-ই-শরীফ কার্যত বিনা যুদ্ধেই সাদা পতাকা উড়িয়েছে তালিবানরা। জালালাবাদ দখলের কয়েক ঘণ্টার মধ্যেই তালিবানরা কাবুলে প্রবেশ করে। তবে তালিবানরা ঘোষণা করেছে জোর করে কাবুল দখলের কোনও পরিকল্পনা তাদের নেই।