বিধবা বিবি মা এএফপিকে জানিয়েছেন, বাড়ির দরজা খুলে দেখেছিলেন, তিনি তাঁর একমাত্র ছেলে ২০ বছরের আজিজুল্লাহ ঠিক সামনেই মরে পড়ে আছে। তার বুক ফুড়ে দিয়েছিল তালিবানি রকেটের সার্পনেল। বিবি মা বলেছেন, 'আমার স্বামী মারা যাওয়ার পর, আমার ছেলেই ছিল আমার সব... আমার অভিভাবক এবং আমার আনন্দ। ওকে মৃত অবস্থায় দেখার মুহূর্তটা ছিল ভয়ঙ্কর, তখনই আমার মন মরে গিয়েছিল।'