যে সকল আফগান নাগরিক মার্কিন মিত্র বলে পরিচিত, তাদেরকেই আমেরিকা তাদের দেশে স্থানান্তরিত হওয়ার অধিকার দিয়েছে। তাই গত কয়েকদিনে এই ধরণের পুরুষের দারুণ চাহিদা বেড়েছে। কাবুল বিমানবন্দরের বাইরে ভিড় করে মেয়েদের সঙ্গে নিয়ে দাঁড়িয়েছিলেন আফগান বাবারা। গত কয়েকদিনে বহু আফগান মহিলা এই ধরণের পুরুষদের বিয়ে করেছেন কাবুল বিমানবন্দরের বাইরে, যাতে তাঁর স্ত্রী হিসাবে সেও বাইরে কোথাও চলে য়েতে পরে।