বেজিংয়ের আগ্রাসী রাজনৈতিক ও সামরিক পদক্ষেপের শিকার হয়েছে তিনটি দেশই। টিনের সবচেয়ে বড় সুবিধা এখনও তিন দেশ বহু ক্ষেত্রেই সাপ্লাই চেইন বা সরবরাহ শৃঙ্খলার বিষয়ে চিনের উপর নির্ভরশীল। এই অতি চিন-নির্ভরতা কাটাতে এশিয়-প্রশান্তমহাসাগরী এলাকায় বিকল্প ত্রিপাক্ষিক সাপ্লাই চেইন চালু করার বিষয়ে আলোচনা শুরু হয়েছে। এই তিন পক্ষ হল ভারত, জাপান এবং অস্ট্রেলিয়া।