তেনজিং-হিলারি বিমানবন্দর (নেপাল)
নেপালের এই বিমানবন্দরটি দেখতে ছবির মতো। কিন্তু, এর রূপে মুগ্ধ হলেও এই বিমানবন্দরে যারা অবতরণ করেন, তাদের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগার হয়। তবে সাধারণত, মাউন্ট এভারেস্টের উদ্দেশে যাত্রা করবেন, এমন অভিযাত্রীদেরই পায়ের ধূলো পড়ে এই বিমানবন্দরে। বলে রাখা যাক, মাত্র ১৫০০ ফুট বা ৪৫৭ মিটার দীর্ঘ একটি রানওয়েটি রয়েছে এই বিমানবন্দরে, যা কিনা পাহাড় কেটে তৈরি করা হয়েছে। আর রানওয়ের শেষ হলে গেলেই ৯,০০০ ফুট গভীর খাদ। নেপালের কিছু দক্ষ পাইলট ছাড়া কেউ এখানে বিমান অবতরণ করতে পারেন না।