গতবছর ডিসেম্বরে চিনের উহানে প্রথম করোনা সংক্রমণের ঘটনা সামনে আসে। বর্তমানে এই মারণ ভাইরাসে বিশ্বজুড়ে ত্রাহি ত্রাহি রব। পৃথিবীতে আক্রান্তের সংখ্যা প্রায় ২ কোটি। কোভিড ১৯ রোগের বলি হয়েছে ৭ লক্ষ ২৪ হাজারেরও বেশি মানুষ। তবে করোনার উৎসস্থল চিনের পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে। মারণ ভাইরাসের আতুর ঘর উহানে গত এপ্রিল থেকেই লকডাউন উঠে গেছে। তবে নতুন এক সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য। উহানে করোনা জয়ীদের ৯০ শতাংশই এখন ভুগছেন ফুসফুসের নানা সমস্যায়।