ক্রিস্টমাস আসছে। ক্রিস্টমাস মানেই চোখের সামনে ভেসে ওঠে বরফের মধ্যে দিয়ে রেইনডিয়ারের টানা স্লেজগাড়িতে চড়ে আসছেন সান্টা বুড়ো। সারা পৃথিবীতেই মানুষ এই সময়ে কেউ আসল কেউ নকল 'ক্রিস্টমাস ট্রি' দিয়ে সাজিয়ে উদযাপন করে এই উৎসবের মুহূর্ত। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানাপোলিসের এক পরিবারের ক্রিস্টমাস ট্রি, চেনা পরিচিত সবুজ রঙের গাছটির থেকে একেবারে আলাদা হয়। বছরের পর বছর ধরে তাঁরা ক্রিস্টমাস পালন করেন বরফের তৈরি ক্রিস্টমাস ট্রি দিয়ে। তৈরি হয় অনন্য বরফ ভাস্কর্য।