পুতিনের ‘সিক্রেট গার্লফ্রেন্ড’ অ্যালিনা কাবায়েভা, যার ২ সন্তানের জনক নাকি রুশ প্রেসিডেন্ট

ইউক্রেন-রাশিয়া সঙ্কটের হাত ধরে নতুন করে উঁকি দিতে শুরু করেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা। এদিকে সঙ্কটের মূল যে সমস্ত রাষ্ট্রনেতারা রয়েছেন তাদের মধ্যেই শুরুতেই আসে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম।

Jaydeep Das | Published : Feb 24, 2022 5:38 PM / Updated: Feb 24 2022, 06:38 PM IST
110
পুতিনের ‘সিক্রেট গার্লফ্রেন্ড’ অ্যালিনা কাবায়েভা, যার ২ সন্তানের জনক নাকি রুশ প্রেসিডেন্ট

ইউক্রেন-রাশিয়া সঙ্কটের হাত ধরে নতুন করে উঁকি দিতে শুরু করেছে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা। এদিকে সঙ্কটের মূল যে সমস্ত রাষ্ট্রনেতারা রয়েছেন তাদের মধ্যেই শুরুতেই আসে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নাম। এদিকে ৭০-এর কোটা ছুঁয়েও উপচে পড়ছে প্রেম। রাজনীতির পাশাপাশি জীবনে কতবার প্রেমে পড়েছেন পুতিন তা নিয়ে কৌতূহল রয়েছে সবরাই।

210

রাষ্ট্রনায়ক ও রাজনীতিবিদ হিসাবে পুতিনকে নিয়ে নানা বিতর্ক থাকলেও তার প্রেম-জীবন সর্বদাই থেকেছে রঙীন। এমনকী তাঁর প্রণয়, বৈবাহিক সম্পর্ক, যৌন জীবন নিয়েও শোনা যায় নানা গল্প কথা।

310

শোনা যায় ভ্লাদিমির পুতিন এক দশকেরও বেশি সময় ধরে ক্রীড়াবিদ অ্যালিনা কাবায়েভার সাথে প্রণয়ের সম্পর্কে রয়েছেন। অ্যালিনা কাবায়েভার বর্তমান বয় ৩৬। 

410

গোটা বিশ্বে অলিম্পিয়ান হিসাবেও যথেষ্ট সুখ্যাতি রয়েছে অ্যালিনার। এমনকি জিতেছেন স্বর্ণপদকও। তিনি শুধু পুতিনের দীর্ঘদিনের বান্ধবীই নন, শোনা যায় পুতিনের দুই সন্তানের মা এই কাবায়েভা।

510

ক্রীড়াবিদ হিসাবে খ্যাতির পাশাপাশি অ্যালিনা মারাতোভনা কাবায়েভা একজন রাশিয়ান রাজনীতিবিদ, মিডিয়া ম্যানেজার হিসাবেও সুখ্যাতি কুড়িয়েছেন। 

610

অ্যালিনা মারাতোভনা কাবায়েভার জন্ম ১৯৮৩ সালের ১২ মে। তারপর থেকেই সোভিয়েত ইউনিয়নে বেড়ে ওঠেন তিনি। এদিকে পারিবারিক সূত্র মারফতই ক্রীড়াজগতে প্রবেশ।

710

তার বাবা মারাত কাবায়েভ ছিলেন একজন পেশাদার ফুটবল খেলোয়াড়। তিন বছর বয়সে, কাবায়েভা তার নিজের ক্রীড়া ক্যারিয়ার শুরু করার জন্য তার বাবার পদাঙ্ক অনুসরণ করেছিলেন বলে জানা যায়।

810

কিশোর বয়সে রিদমিক জিমন্যাস্টিকসে একজন উঠতি তারকা হিসাবে সুখ্যাতি কুড়াতে শুরু করেন অ্যালিনা। তিনি ২০০৪ সালের এথেন্স গেমসে স্বর্ণ পদক জয় করেন। 

910

এরপর ২০০০ সালে সিডনিতে ব্রোঞ্জ জেতেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে মোট ২টি অলিম্পিক পদক। ১৪টি বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক। ২১টি ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ পদক।

1010

২০০৮ সালেই প্রথম ৬৯ বছর বয়সী পুতিনের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক গড়ে ওঠে অ্যালিনার। তাদের প্রণয়ের সম্পর্ক গাঢ় হতেই ২০১৩ সালে রাশিয়ান প্রেসিডেন্ট তাঁর স্ত্রী লিউডমিলাকে ডিভোর্স দিয়ে দেন। ২০১৬ সালে পুতিন ও তাঁর প্রেমিকা নিয়ে প্রথম বিয়ের জল্পনা শোনা যায়। সেই সময় কাবায়েভার অনামিকায় একটি আংটিও দেখা যায়। যা নিয়ে সংবাদমাধ্যমে ছড়ায় ব্যাপক জল্পনা।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos