ইউক্রেন ইউরোপ মহাদেশের অন্যতম একটা সুন্দর দেশ (Ukraine)। যার নৈর্সগিক রূপ সকলের নজর টানে। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের আগে পর্যন্ত ইউক্রেন ছিল রাশিয়ার নিয়ন্ত্রণে (Ukraine-Russia Conflict)। সোভিয়েত ইউনিয়নের পতনের সূচনা হয়েছিল ইউক্রেনের হাত ধরেই। বরাবরই ইউক্রেনীয়রা স্বাধীনতাপ্রিয় এবং স্বাধিকার প্রয়োগ বজায় রাখার পক্ষপাতি। কিন্তু ইউক্রেন শুধু নৈসর্গিক সৌন্দর্যেই নয়, শিক্ষা-দর্শন এবং প্রযুক্তির আবিষ্কারেও বিশ্বের এক অনন্য দেশ। রাশিয়ার নিয়ন্ত্রণ থেকে মুক্তি পেতে ইউক্রেনের স্বাধীনতাকামীরা বরাবরই ব্রিটেন এবং আমেরিকার দিকেই নিজেদের সমর্থনকে ঝুঁকিয়ে রেখেছিলেন। যার ফলে রাশিয়া এবং চিনের সমাজতন্ত্র দর্শনের সঙ্গে কোনও দিনই খাপ খায়নি ইউক্রেন (Unknown Facts of Ukraine)। এই রাজনৈতিক এবং শাসনতান্ত্রিক বিষয়গুলোকে একপাশে সরিয়ে রেখে যদি ইউক্রেনের দিকে তাকানো যায় তাহলে এর ৮টি বৈশিষ্ট্য যে কোনও কারওরই নজর টানবে।