তবে সবসময়ই যে কোলের সন্তানদের বাঁচাতে ভিটে-মাটি ছেড়ে পালাতে হয় ইউঘুর মুসলিমদের, তা নয়। দুই সন্তানের বেশি সন্তান নিয়েও তাঁরা চিনে বসবাস করতে পারেন। এর জন্য মোটা অর্থ ঘুষ দিতে হয় প্রশাসনিক কর্তা, স্থানীয় পুলিশ কিংবা চিনা কমিউনিস্ট পার্টির নেতাদের। অর্থ থাকলে চিনে সবই করা যায়, বলেই জানিয়েছেন, পালিয়ে আসা উইঘুর মহিলারা।