হৃদযন্ত্রের সমস্যা, উচ্চ রক্তচাপ, কিডনি সংক্রান্ত বেশ কিছু রোগের কারণ হতে পারে স্থূলতা। আর এখন করোনায় মৃত্যুর সঙ্গেও জড়িয়ে গেল স্থূলত্ব। বিশেষজ্ঞরা বলছেন, ব্রিটেনে যত লোক করোনা সংক্রমণের জেরে আইসিইউ-তে ভর্তি হয়েছেন, তাঁদের তিন চতুর্থাংশই স্থূলত্বে ভুগছেন। তাঁদের মৃত্যুর হারও অন্যদের তুলনায় ৪০ শতাংশ বেশি।