এই প্রথম গগেইন তাঁর নকশা অনুযায়ী কোনও ট্রেন তৈরি করছেন। এই বিষয়ে তিনি জানিয়েছেন, প্রকল্পটি আসলে তাঁর অনেক পুরনো এক স্বপ্ন। তবে ট্রেনটি যে গণপরিবহন বা যাত্রীবাহী ট্রেন হিসাবে তিনি তৈরি করছেন না, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। এই ট্রেন চড়বেন কোনও বড়লোক মালিক ও তাঁর অতিথিরা।