৬. আন্তর্জাতিক ক্রিকেটে নেতৃত্ব না দিয়েও আইপিএল ফাইনালে ক্যাপ্টেন্সি করার নিরিখে রোহিত শর্মার পাশে বসে পড়বেন শ্রেয়স আইয়ার। ২০১৩ সালে রোহিত যখন প্রথমবার আইপিএল ফাইনালে মুম্বইকে নেতৃত্ব দেন, তখন তিনি টিম ইন্ডিয়ার হয়ে ক্যাপ্টেন্সি করেননি। রোহিত ২০১৩ সালে আইপিএল ফাইনাল খেলার আগে দেশের হয়ে ওয়ান ডে ও টি-২০ খেললেও টেস্টে মাঠে নামেননি। শ্রেয়স আইয়ার জাতীয় দলের হয়ে ওয়ান ডে ও টি-২০ খেলেছেন। তবে এখনও পর্যন্ত টেস্ট খেলেননি।