করোনা আবহে আইপিএল না হলে ৪ হাজার কোটি টাকার লোকসান হত বিসিসিআইয়ের। লোকসান এডানোর জন্য আরব দেশে হচ্ছে প্রতিযোগিতা। কোটি কোটি টাকা উড়ছে ভারতের কোটিপতি লিগকে কেন্দ্র করে। দেশ তথা বিদেশের নামি-অনামি প্রচুর প্লেয়ার রোজগার করছেন কোটি টাকা। ঠিক তখন দেশের এক প্রান্তে অভাবের তারনায় নিজের সমস্ত মেডেলে ও সার্টিফিকেট সরিয়ে রেখে, মদ বিক্রি করছেন আন্তর্জাতিক স্তরে স্বর্ণপদক জয়ী এক মহিলা ক্রীড়াবিদ। দেশকে তথা রাজ্যকে একাধিকবার সম্মানিত করেছেন ঝাড়খণ্ডের ক্যারাটে খেলোয়ার বিমলা মুন্ডা। দেশকে আন্তর্জাতিক স্তরে সোনার পদক এনে দিয়েছেন তিনি। জাতীয় স্তরে জিতেছেন অনেক পদক। কিন্তু জোটেনি কোনও সরকারি চাকরি। করোনা মহামারী ও লকডাউনের জেরে অভাবের তাড়নায় দেশি মদ হাঁড়িয়া বিক্রি করে সসার চালাচ্ছেন বিমলা।