প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঋষভ পন্থ,তার বান্ধবীর লুকস ও হটনেসে হার মানবে যে কোনও মডেল,দেখুন ছবির অ্যালবাম

ভারতীয় ক্রিকেটের যুব তারকাদের মধ্যে অন্যতম ঋষভ পন্থ। খব অল্প সময়ের মধ্যেই স্টার হয়ে উঠেছেন তিনি। বর্তমানে আইপিএলে দিল্লি ক্যাপিটালস দলের অন্যতম প্রধান সদস্য পন্থ। মরু দেশে ফর্মেও রয়েছেন তিনি। ছোট ইনিংস হলেও বেশ কয়েকটি ম্যাচে জ্বলে উঠেছে ঋষভের ব্যাট। ক্রিকেট মাঠের বাইরে সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় ঋষভ পন্থ। তার ফ্যান-ফলোয়ার্সের সংখ্যাও প্রচুর। প্রিয় তারকার ব্যক্তিগত জীবন নিয়েও জানার বিষয়ে কৌতুহলী হয়ে থাকেন তার ভক্তরা। আজ আপনাদের জানাবো ঋষভ পন্থের লাভ লাইফের বিষয়ে। 
 

Sudip Paul | Published : Oct 5, 2020 4:55 PM / Updated: Oct 05 2020, 04:58 PM IST
112
প্রেমে হাবুডুবু খাচ্ছেন ঋষভ পন্থ,তার বান্ধবীর লুকস ও হটনেসে হার মানবে যে কোনও মডেল,দেখুন ছবির অ্যালবাম

ক্রিকেট কেরিয়ারের মত ঋষভ পন্থ নিজের লাভ লাইফ নিয়ে সবসময় চর্চায় থাকেন। কিছু সময় আগে পর্যন্ত বলি অভেনেত্রী উর্বশী রাউটেলার সঙ্গে ডেটিং করছিলেন ঋষভ। দুজনকে একসঙ্গে বেশ কয়েকবার দেখাও গেছে। কিন্তু বেশিদিন  স্থায়ী হয়নি তাদের সম্পর্ক।
 

212

এরপর ২০২০ সালে শুরুর দিকে অন্য একজন সুন্দরীর সঙ্গে নিজের ছবি শেয়ার করেন ঋষভ পন্থ। কমেন্টে লেখেন, আমি তোমাকে খুশি রাখতে চাই, কারণ তোমার জন্য আমি খুশি রয়েছি। মুহূর্তের মধ্যে সেই ছবি ভাইরাল হয়ে যায়।                         ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

312

বর্তমানে যার প্রেমে হাবুডুবু খাচ্ছেন ভারতীয় ক্রিকেট তারকা তার নাম দিশা নেগি। তাদের মধ্যে সম্পর্কের কথা নিজেরা স্বীকারও করেছে।                     ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

412

দিশা নেগা কোনও অভিনেত্রী নয়, তিনি একজন ইন্টেরিয়ার ডিজাইনার। ঋষভ পন্থকে খুব ভালবাসেন তিনি।                             ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

512

ঋষভ পন্থের বান্ধবী উত্তরাখন্ডের বাসিন্দা। আমেঠি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন তিনি। তারপর পেশা হিসেবে ইন্টেরিয়ার ডিজাইনিংকে বেছে নিয়েছেন।            ছবিসৌজন্যঃইনস্টাগ্রাম

612

দিশা নেগি খুবই সুন্দরী। একইসঙ্গে যথেষ্ট হট তিনি। সোশ্যাল মিডিয়ায় তার এক একটি ফটো রীতিমত ঝড় তোলে।               ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

712

সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় পন্থের প্রেমিকা। তার ফলোয়ার্সের সংখ্যা প্রচুর। দিশা ছবির জন্য অপেক্ষা করে থাকেন সকলে।                      ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

812

ঋষভ পন্থের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েও ছবি শেয়ার করেছেন দিশা। রোমান্টিক মুহূর্তেও পাওয়া গিয়েছে দুজনকে।                    ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

912

ঋষভ পন্থের জন্মদিনে একটি ছবি শেয়ার করে দিশা লেখেন 'বার্থ ডে বেবি'। যেই পোস্ট বেশ পছন্দ করেন নেটিজেনরা।                            ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

1012

একাই নয় নিজেদের বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গেও বিভিন্ন জায়গায় ঘুরতে যান পন্থ ও দিশা। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তারা।                                 ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

1112

ফটো শুট করতে খুব পছন্দ করেন দিশা নেগি। সোশ্যাল মিডিয়ায় দিশা প্রচুর ফটো শেয়ার করেন। সেই সব ফটো খুব প্রশংসিত হয়।                     ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

1212

দিশা ও ঋষভ পন্থের জুটি খুবই পছন্দ করেছেন নেটিজেনরা। দুজনকে শুভেচ্ছাও জানিয়েছেন সকলে।                                ছবি সৌজন্যঃ ইনস্টাগ্রাম

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos