শিবানী ডান্ডেকর
অপ্রত্যাশিত হলেও, ফারহান আখতারের বান্ধবী শিবানী ডান্ডেকরের সঙ্গেও নাম জড়িয়েছিল হার্দিক পান্ডিয়ার। দুজনের সম্পর্ক নিয়ে প্রথম জল্পনা শুরু হয়, যখন হার্দিকের একটি ম্যাচ দেখে অভিনন্দন জানান বলি অভেনেত্রী। সেই পোস্টের রিপ্লাইতে ধন্যবাদ জানান হার্দিক। পাল্টা রিপ্লাইয়ে শিবানী লিখেছিলেন,'মুয়া বিস্ট মুড'। এরপরই দুজনের সম্পর্ক রয়েছে বলে শোনা যায়। যদিও পরে তারা জানিয়েছিলেন তার শুধু ভাল বন্ধু, এর বাইরে কিছু নয়।