দলকে আরও বেশি গ্লামারস করতে ও দলের সমর্থন আরও বাড়াতে আইপিএলের বিভিন্ন দলের সঙ্গে কোনও না কনোও সময় অভিনেতা অভিনেত্রীদের যোগ ছিল-আছে-থাকবে। আমরা এর আগেও দেখেছি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে প্রিয়াঙ্কা চোপড়া তারা নানাভাবে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির সমর্থনে এগিয়ে এসেছেন।