আইপিএলের ইতিহাসে প্রথমবার, আরও এক নয়া রেকর্ড গড়লেন সিএসকে অধিনায়ক ধোনি

আইপিএল, ধোনি আর রেকর্ড। এই তিনটি কার্যত পরিপূরক শব্দ হয়ে উঠেছে। আগের মত ফর্মে না থাকলেও, ধোনির রেকর্ডের সংখ্যা কিন্তু কমছে না। বুধবার কেকেআরের বিরুদ্ধে এক অনন্য নজির গড়লেন সিএসকে অধিনায়ক। যা আইপিএলের ইতিহাসে প্রথম।
 

Sudip Paul | Published : Apr 22, 2021 4:03 PM IST / Updated: Apr 22 2021, 09:36 PM IST

18
আইপিএলের ইতিহাসে প্রথমবার, আরও এক নয়া রেকর্ড গড়লেন সিএসকে অধিনায়ক ধোনি

প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে হারলেও পরের তিনটি ম্যাচ জিতে দুরন্ত ছন্দে রয়েছে এমএস ধোনির চেন্নাই সুপার কিংস।
 

28

বুধবার কেকেআরের বিরুদ্ধে ১৮ রানে ম্যাচ জেতে সিএসকে। সেই ম্য়াচেই আরও একবার রেকর্ড বুকে নাম লেখালেন তিন বার আইপিএল জয়ী অধিবনায়ক।
 

38

কেকেআরের ইনিংসের তৃতীয় ওভারে চাহারের পঞ্চম ডেলিভারিতে ধোনির হাতে ক্যাচ দিয়ে আউট হন রানা৷ সেই সঙ্গে মাইলস্টোন স্পর্শ করেন মাহি৷

48

বুধবার রানাকে আউট করে আইপিএলের ইতিহাসে প্রথম উইকেটকিপার হিসেবে ১৫০ শিকারের রেকর্ড গড়লেন মহেন্দ্র সিং ধোনি।
 

58

চতুর্দশ আইপিএলে মাঠে নামার আগে এই মাইলস্টোন ছুঁতে ধোনির দরকার ছিল ২টি শিকারের৷ আগের তিনটি ম্যাচ একটি শিকার করেছিলেন৷ 
 

68

আইপিএলের মোট ১৫০টি শিকারের মধ্যে ধোনি ক্যাচ ধরেছেন ১১১টি। এছাড়া ধোনি স্টাম্প আউট করেছেন ৩৯টি। অনন্য নজির গড়ে খুশি ধোনি।
 

78

আইপিএলে উইকেটকিপার হিসেবে শিকারের নিরিখে ধোনির ঠিক পিছনে রয়েছেন কেকেআর-এর দীনেশ কার্তিক৷ তাঁর সংগ্রহে রয়েছে ১৪৩টি শিকার৷ উইকেটের পিছনে ক্যাচ নিয়েছেন ১১২টি এবং স্টাম্পিং ৩১টি৷ 
 

88

কিছুদিন আগেই সিএসকে অধিনায়ক হিসেবে ২০০ ম্য়াচ খেলার নজির গড়েছিলেন ধোনি। কেক কেটে সেলিব্রেশন করেছিল দল। এবার নয়া নজিরের পরও অধিনায়ককে শুভেচ্ছা জানিয়েছে গোটা দল।
 

Share this Photo Gallery
click me!
Recommended Photos