আইপিএলের ইতিহাসে অনন্য রেকর্ড গড়লেন 'গব্বর', সামনে শুধুই 'কিং কোহলি'

এবারের আইপিএলে শুরু থেকেই দুরন্ত ফর্মে রয়েছে দিল্লি ক্যাপিটালসের তারকা ওপেনার শিখর ধওয়ান। একের পর এক অনবদ্য ইনিংস উপহার দিয়েছেন তিনি। বৃহস্পতিবার কেকেআর বিরুদ্ধে দিল্লির ম্যাচের নায়ক পৃথ্বি শ হলেও, অনন্য নজির গড়েছেন 'গব্বর'।
 

Sudip Paul | Published : Apr 30, 2021 1:28 PM IST
18
আইপিএলের ইতিহাসে অনন্য রেকর্ড গড়লেন 'গব্বর', সামনে শুধুই 'কিং কোহলি'

বৃহস্পতিবার কেকেআরের বিরুদ্ধে ৭ উইকেটে জয় পেয়েছে দিল্লি ক্যাপিটালস। ম্যাচে ৪১ বলে ৮০ রানের ঝড়ো ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন পৃথ্বি শ।

28

তবে ম্যাচে ৪৬ রানের ইনিংস খেলে পৃথ্বিকে শুধু যোগ্য সঙ্গ দেওয়াই নয়, আইপিএলের ইতিহাসে নয়া রেকর্ড গড়েছেন দিল্লির ক্যাপিটালস শিখর ধওয়ান।
 

38

কেকেআর-এর বিরুদ্ধে ৪৬ রানের দুরন্ত ইনিংস খেলে আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হন ধাওয়ান৷ টপকে যান চেন্নাই সুপার কিংসের বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়নাকে৷

48

সিএসকের রায়নার এখনও পর্যন্ত আইপিএলে সংগ্রহ ৫৪৮৯ রান৷। কেকেআরের বিরুদ্ধে ইনিংসের সৌজন্যে শিখর ধওয়ানের মোট রান দাঁড়াল  ৫৫০৮।
 

58

এছাড়াও নিজের দীর্ঘ আইপিএলে কেরিয়ারে ২টি সেঞ্চুরি, ৪৩টি হাফ সেঞ্চুরি করেছেন ধওয়ান। চার মেরেছেন ৬২৮টি, ছয় মেরেছেন ১১৪টি। গড় ৩৪ এর বেশি।
 

68

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রানের মালিক হলেন কোহলি৷ আরসিবি ক্যাপ্টেন কোহলির দখলে ৬০৪১৷ ফলে ধওয়ানের সামনে এখন শুধুই আরসিবি অধিনায়ক।
 

78

এবার প্রথম থেকেই দিল্লির দলের ওপেনিংয়ে অনবদ্য ফর্মে রয়েছে ধওয়ান। এই অনন্য নজির গড়ার দিল্লি ক্যাপিটালসের তরফ থেকেও শুভেচ্ছা জানানো হয়েছে গব্বরকে।

88

নয়া এই রেকর্ড গড়তে পেরে খুশি ভারতীয় ক্রিকেটের গব্বর। আগামি দিনেও, নিজের এই ফর্ম ধরে রাখাই লক্ষ্য এখন বাঁ হাতি তারকা ব্যাটসম্যানের।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos