করোনার থাবায় মাঝ পথেই বন্ধ হয়ে গিয়েছে আইপিএল ২০২১। এবারের আইপিএল বল হাতে খুব একটা ভালো যায়নি কেকেআরের তারকা পেসার প্যাট কামিন্সের। কিন্তু এরইমধ্যে সুখবর পেলেন অজি স্পিড স্টার। বাবা-মা হতে চলেছেন প্যাট কামিন্স ও তার বান্ধবী বেকি বস্টন। কেকেআরের তরফ থেকেও জানানো হয়েছে শুভেচ্ছা।