২০২১ আইপিএলে কেকেআরের আসল শক্তি কি, অবশেষে হল রহস্য ফাঁস

২০১৪ সালের পর আর ট্রফি আসেনি কেকেআরের ঘরে। কয়েকটি মরসুমে লড়াই করলেও, ব্যর্থতাই শেষমেশ সাঙ্গ হয়েছে। কিন্তু এবছর চ্যাম্পিয়ন হওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে ইয়ন মর্গ্যানের দল। এবার তার দলের প্রধান শক্তি কি তা প্রতিযোগিতা শুরুর আগেই জানিয়ে দিলেন কেকেআর অধিনায়ক।

Sudip Paul | Published : Apr 1, 2021 1:34 PM IST
110
২০২১ আইপিএলে কেকেআরের আসল শক্তি কি, অবশেষে হল রহস্য ফাঁস

কেকেআরের প্রধান স্পনসর হয়েছে অনলাইন গেমি সংস্থা এমপিএল। ২০২৩ পর্যন্ত হয়েছে চুক্তি। এই উপলক্ষ্যে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে কেকেআরের আসল শক্তির রহস্য ফাঁস করলেন অধিনায়ক ইয়ন মর্গ্যান।
 

210

মর্গ্যান বলেন, নিঃসন্দেহে বলা যায় গত বারের তুলনায় কলকাতা নাইট রাইডার্স  কর্তৃপক্ষ এবার আরও বেশি শক্তিশালী দল গড়েছে । নিলামে যাদের নেওয়া হয়েছে সবাই খুব প্রতিভাবান।

310

এছাড়া ও মর্গ্যান বলেন, আইপিএল বিশ্বের অন্যতম সেরা টুর্নামেন্ট। সবাই জানে আইপিএল ঠিক কতটা কম্পিটিটিভ। বহু বার দেখা গিয়েছে চোট সমস্যায় ভুগেছে অনেক দল। গতবারই এই সমস্যার সম্মুখীন হয়েছিল কেকেআর।

410

এছাড়াও বলেন, লম্বা টুর্নামেন্ট ক্রিকেটার চোট পেতেই পারে। তাই সব সময় চেষ্টা করা উচিত যাতে স্কোয়াড ডেপথ ঠিকঠাক থাকে। সে দিক থেকে আমি সন্তুষ্ট। আমাদের অনেক ক্রিকেটার আছে যারা সাবলীলভাবে ব্যাটিং আর বোলিং করতে পারে।
 

510

এরপরই দলের আসল শক্তির কথা জানান কেকেআর অধিনায়ক। বলেন, আমাদের দলের আসল শক্তি কী জানেন? মিডল অর্ডার। মিডল অর্ডারের প্রতিটা ব্যাটসম্যানই বিশ্বমানের। তার উপর মিডল অর্ডারের সবাই যে কোনও স্লটে ব্যাট করতে পারে। 
 

610

মিডল অর্ডার এতটাই শক্তিশালী যে বিপক্ষ দলগুলিকে প্রকারন্তরে হুঁশিয়ারী দিয়ে রেখেছেন মর্গ্যান। বলেছেন,'কেকেআরের মিডল অর্ডার যদি ছন্দে থাকে অনেক দলই সমস্যায় পড়বে। শুধু কাকে কোন স্লটে খেলানো যায় সেটা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।'
 

710

কেকেআরের স্পিন অ্যাটাক যে এবার অন্যতম শক্তিশালী সেই কথাও বলেছেন মর্গ্যান। হরভজন সিং, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, শাকিব আল হাসানদের মতো তারকা স্পিনাররা রয়েছে দলে। কেকেআরের স্পিন বিভাগকে আইপিএলের অন্যতম সেরা বলে আখ্যা দিয়েছেন মর্গ্যান।

810

হরভজনের বাড়তি প্রশংসা করে মর্গ্যান বলেছেন,'হরভজন সিং-এর মতো স্পিনার যোগ দেওয়ায় আমরা আরও বেশি শক্তিশালী। চিপকের মতো মাঠে আমাদের খেলতে হবে যেখানে বলটা খুব টার্ন করে। ফলে এমন কন্ডিশনে স্পিনারদের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ হবে।'
 

910

এছাড়া দলের দুই তরু ক্রিকেটার ব্যাটসম্যান শুভমান গিল ও পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। জাতীয় দলের হয়ে তাদের অনবদ্য পারফরমেন্স আইপিএলেও কাজে দেবে বলে জানিয়েছেন কেকেআর অধিনায়ক।
 

1010

নিজের চোট নিয়ে মর্গ্যান বলেছেন, কয়েক দিনের মধ্যেই সেলাই কাটবে। তারপরই নেটে ব্যাটিং শুরু করব। সব মিলিয়ে আইপিএল শুরুর আগে যথেষ্ট আত্মবিশ্বাসী নাইট সেনাপতি।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos